রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেলের বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল (২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মো: কাওছার আলীর ছেলে।
জানা গেছে, গত ২৫ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিশেষ কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছে। এমন একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বিকেল সোয়া ৪ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ২৫ নভেম্বর দিবাগত রাত পৌনে ২ টার দিকে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।