মোহনপুরে গণঅভ্যাুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪; সময়: ৭:১১ অপরাহ্ণ |
মোহনপুরে গণঅভ্যাুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যাুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মোহনপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পুরাতন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

স্মরণ সভায়, জুলাই-আগস্টে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যাুত্থানে মোহনপুরে আহত শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা নূর-নবী, মোহনপুর থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মা. জিএএম আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেলসহ প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে