আজিজুলের সেঞ্চুরির পরও বাংলাদেশের সংগ্রহ ২২৮
পদ্মাটাইমস ডেস্ক : ওপেনার জাওয়াদ আবরার ৫ বলের ডাকে বিদায় নেয়ার পর কালাম সিদ্দীকির সঙ্গে জুটি গড়েন আজিজুল হাকিম। এই দুজনের ব্যাটেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২২৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আজিজুল ও কালাম বাদে বাকিরা চূড়ান্ত মাত্রায় ব্যর্থ, এগারোর বেশি রানই করতে পারেননি। সেঞ্চুরি তুলে নেন আজিজুল। দলপতি ১৩৩ বলে ৮ চার ও ৪ ছয়ে করেন ১০৩ রান। তাকে ৬৬ রান করে লম্বা সময়ের জন্য সঙ্গ দেন কালাম। দুজনের জুটি হয় ১৪২ রানের। ১১০ বলে ৬৬ রান করে আল্লাহ গজনফরের ঘূর্ণিতে বিদায় নেন কালাম।
রান দুশো পাওয়ার অবধি ক্রিজে ছিলেন আজিজুল। দেবাশীষ দেবা, শিহাব জেমস, রিজাস হোসেন, আল ফাহাদরা ব্যর্থ হলেও তাদের সঙ্গে যথাক্রমে ১০, ২৭, ১২ ও ৩ রানের জুটি গড়েন আজিজুল। ফাহাদ ২ বল খেললেও কোনো রান করতে পারেননি। জেমস ১০, রিজান ৫ ও দেবা ১ রান করেন। শেষদিকে রাফি উজ্জামানের ১১ ও ফরিদ হাসানের ১০ রানে ভর করে ৯ উইকেটে বাংলাদেশ ২২৮ করতে সমর্থ হয়।
আফগানিস্তানের হয়ে আবদুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্তানিকজাই ২টি করে উইকেট নেন। গজনফর ও নাসির খান নেন একটি করে উইকেট।