জোড় ইজতেমায় অংশ নিয়েছেন ১৮ দেশের ২৫৭ বিদেশি মুরুব্বি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪; সময়: ৮:২৩ পূর্বাহ্ণ |
জোড় ইজতেমায় অংশ নিয়েছেন ১৮ দেশের ২৫৭ বিদেশি মুরুব্বি

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে পাঁচদিনের জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের ২৫৭ জন বিদেশি মুরুব্বি অংশগ্রহণ করছেন।

শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জোড় ইজতেমায় প্রায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ইয়েমেনি ২৭, নরওয়ে ১, পাকিস্তানি ৬১, সৌদি আরবের ১৪, সিরিয়ার ১, অস্ট্রেলিয়ার ১৩, ইংল্যান্ডের ৯, কিরগিজস্তানের ১৭, সিয়েরা লিওনের ২, জার্মানির ২, জাপানের ২, আমেরিকার ২, ইতালির ৫, কানাডার ৩, আফগানিস্তানের ৭, ইন্ডিয়ার ৮৯, চীনের ১ ও দুবাইয়ের একজনসহ মোট ১৮ দেশের ২৫৭ জন বিদেশি শীর্ষ মুরুব্বি উপস্থিত রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর-ছয় ছিফাতের ওপর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টার পর থেকে চলে কারগুজারীর আমল।

পাঁচ দিনব্যাপী জোড়-ইজতেমায় এসে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

৩ ডিসেম্বর এর সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের জোর ইজতেমার আয়োজন করেন শুরায়ী নেজাম (মাওলানা যোবায়ের অনুসারীরা)। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে।

জোড় ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথীই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত তিন চিল্লার সাথীদের নিয়েই এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে