নলডাঙ্গা পৌরভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
নলডাঙ্গা পৌরভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা পৌর ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন এলাকাবাসী।

রবিবার (১ লা ডিসেম্বর -২০২৪) বিকেলে নলডাঙ্গা পৌরসভার মোড়ে নলডাঙ্গাবাসী আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।

নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, মহাসিন আলী, পৌর বিএনপির নেতা এস এম সান্টু,পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, সদস্য সচিব আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ডলার খান, মুক্তার হোসেন, নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, বিএনপি নেতা আক্তার হোসেন, সাহাদত আলী, এম এ মমিন সহ নলডাঙ্গা পৌর এলাকার শত শত সাধারণ মানুষ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে