তারেক রহমানসহ সব আসামীকে বেকসুর খালাস দেয়ায় গুরুদাসপুরে আনন্দ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
তারেক রহমানসহ সব আসামীকে বেকসুর খালাস দেয়ায় গুরুদাসপুরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সাজাপ্রাপ্ত আসামীকে বেকসুর খালাস দেয়ায় গুরুদাসপুরে আনন্দ মিছিল বের করা হয়।

রোববার (১ ডিসেম্বর) হাইকোর্ট রায়ে তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেয়ার খবর ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর নেতৃত্বে চলনবিল ক্লিনিকের সামনে থেকে একটি আনন্দ মিছিল গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এরপর চাঁচকৈড় চৈইতালী হাটা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন- গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপির নেতা শহীদুল ইসলাম শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহম্মেদ, ছাত্রদল নেতা নিহাল প্রমুখ।

এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মামলার অন্য আসামিদের হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দু’টি মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছিল।

রোববার হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল করে এই রায় দিয়েছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এলাকাবাসী।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে