বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ২:২৪ অপরাহ্ণ |
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারী টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদকে বাংলাদেশে আসা ও বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগের দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে সা’দপন্থী তাবলীগ জামায়াতের বিপুল সংখ্যক সাথীরা অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন তাবলীগ জামায়াতের জিম্মাদার সাথী ডা.এস এম নাজিম উদ্দীন।

মানববন্ধন শেষে তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবী সম্বলিত একটি স্মারক লিপির প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।

এদিকে এরপর পুলিশ সুপার ফারুক হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকটও তারা একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে