ইসকন নিষিদ্ধের দাবিতে সুজানগরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
ইসকন নিষিদ্ধের দাবিতে সুজানগরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাজিরগঞ্জ ছাত্র সমাজের ব্যানারে রোববার বিকেল ৪টার দিকে বের হওয়া এ বিক্ষোভ মিছিলে ছাত্র প্রতিনিধি তৌফিক, রাতুল, আহাদসহ অসংখ্য ছাত্র-জনতা অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, ইসকন নিষিদ্ধের পাশাপাশি চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

‘ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা বাংলাদেশ কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের বেশির ভাগ কার্যক্রম দেশের ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাসের ওপর আঘাত হেনেছে। শুধু ধর্মীয় বিশ্বাসে আঘাত নয়, এটি দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা এদেশে ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেব না।

‘ইসকন’কে নিষিদ্ধ করতেই হবে।ছাত্র-জনতার পক্ষ থেকে বক্তারা বলেন, আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ‘ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ‘ইসকন’ এর নামে তারা দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। এদের কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, তারা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে