পৌরকর নির্ধারণে রাসিকের রিভিউ বোর্ড শুরু
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ৪:৩৬ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের হোল্ডিং এর ধার্যকৃত করের বিষয়ে হোল্ডিং আপত্তি শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে রিভিউ বোর্ড গঠন করা হয়েছে।
রাসিকের রিভিউ বোর্ডের মাধ্যমে ধার্যকৃত পৌরকরের বিরুদ্ধে দাখিলকৃত আপত্তিসমূহ নিষ্পত্তির লক্ষ্যে এ বোর্ডে শুনানি করা হচ্ছে। গত ১ ডিসেম্বর হতে এ বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। যা মাসব্যাপী চলবে বলে রাসিকের রাজস্ব বিভাগ থেকে জানানো হয়েছে।
রাসিকের রাজস্ব বিভাগ হতে বলা হয়েছে, রাজশাহী মহানগরী এলাকায় নতুন হোল্ডিং মালিক ও নতুন নামজারিকৃত হোল্ডিং মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা এখন পর্যন্ত রিভিউ আবেদন করেন নাই তারা অতিসত্ত্বর ‘পি ফরমের মাধ্যমে রিভিউ আবেদন করতে পারবেন।
হোল্ডিং ট্যাক্স নির্ধারণে ‘পি ফরমে আবেদনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মালিকগণকে অনুরোধ জানানো হয়েছে।