বাগমারায় শতফুল বাংলাদেশের আয়োজনে বাজার সংযোগ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শতফুল বাংলাদেশের আয়োজনে Rural Microenterprise Transformation Project (RMTP) “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু-চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ মৎস্য পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন শতফুল বাংলাদেশ।
শতফুল বাংলাদেশ এর মৎস্য কর্মকর্তা রনি হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে মৎস্য চাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা ও আড়ৎদারের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, শতফুল বাংলাদেশ এর ট্রেনিং (ফ্যাসিলিটেটর) চম্পা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসিরুল করিম।
সাননাল আলী, শাহজাহান আনী প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন মৎস্য চাষী ও আড়ৎদার, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশ গ্রহণ করে।