জয়পুরহাটে প্রায় ৫ হাজার দাওয়াতি সাথীদের সঙ্গে নিয়ে স্মারকলিপি দিলেন তাবলীগ জামাতের সাদ পন্থীরা

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
জয়পুরহাটে প্রায় ৫ হাজার দাওয়াতি সাথীদের সঙ্গে নিয়ে স্মারকলিপি দিলেন তাবলীগ জামাতের সাদ পন্থীরা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : এবার বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সা’দ কান্দলভীকে ছাড়া তাঁর অনুসারীরা অংশ নেবেন না বলে জানিয়েছেন। তাঁকে বাংলাদেশে আসতে দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবিতে জয়পুরহাট জেলার সা’দ পন্থী তাবলীগ জামাতের সাথীরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সেনাবাহিনীর ক্যাম্পে স্মারকলিপি দিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) তাঁরা পৃথকভাবে এই তিনটি স্মারকলিপি দেন। এ ব্যাপারে বর্তমান সরকার যথাযত পদক্ষেপ নেবেন বলে তাবলীগ জামাতের সা’দ পন্থী সাথীরা আশা প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাবলীগ জামাতের সা’দ পন্থী হাজার-হাজার সাথীরা চুনাপাথর প্রকল্পের মাঠে জড়ো হন। তাঁরা সকাল ১১ টায় সেখান থেকে সারিবদ্ধভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। পৌনে বারোটায় তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে পৌছান। একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় গিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়েছেন। এরপর সেখান থেকে তাঁরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আসেন। প্রতিনিধি দলের সদস্যরা এসপির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। এরপর তাঁরা সেনাবাহিনীর ক্যাম্পে যান।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে জয়পুরহাটের সা’দ পন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মোঃ রাফিউল ইসলাম রুবেল ও রাশেদুন্নবী সোহেল সাংবাদিকদের ব্রিফ্রিং দেন। তিনি বলেন, তাবলীগ জামাতের বিশ্ব আমির হযরত মাওলানা সা’দ কান্দলভীকে বিগত সাত বছর ধরে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। এরআগে তিনি বিশ্ব ইজতেমায় প্রধান বক্তা ছিলেন। তিনিই বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করতেন। গত সাত বছর ধরে তাবলীগ জামাতের বিশ্ব আমির ছাড়া আমাদের কাছে বিশ্ব ইজতেমা শুন্য কুটির মনে হয়। আমরা বিশ্ব আমিরকে ছাড়া বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন করব না।আগামী বছর ৭-৮-৯ ফেব্রুয়ারি টঙ্গিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আমরা তাবলীগ জামাতের বিশ্ব আমিরকে নিয়ে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহন করব। এটা আমাদের যৌক্তিক দাবি। একারণে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি।

গোলাম রাশেদুন্নবী বলেন, বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির থাকবে তা হয় না। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির হযরত মাওলানা সা’দ কান্দলভী উপস্থিত থাকবেন এটাই আমাদের চাওয়া। বিশ্ব আমির ছাড়া আমরা বিশ্ব ইজতেমায় অংশ নেব না।একারণে আজকে আমরা প্রায় ৫ হাজার দাওয়াতি সাথী একসঙ্গে বের হয়ে ডিসি,এসপি ও সেনাবাহিনীকে স্মারকলিপি দিতে এসেছি। এব্যাপারে সরকার যথাযত প্রদক্ষেপ নেবে বলে আশা করছি।
যোগাযোগ করা হলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, তাবলীগ জামাতের স্মারকলিপি পেয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে