বাঘায় ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ৭:৩৬ অপরাহ্ণ |
বাঘায় ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বাঘার ভারতীয় সীমান্তে বিজিবির অভিযানে ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার ২ ডিসেম্বর রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজশাহী ১ ব্যাটালিয়ন (বিজিবি) অধীনস্থ আলাইপুর বিওপি’র ৬ সদস্যের টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সময় সীমান্ত পিলার ৮১/৯-এস হতে আনুমানিক ১.৫ বাংলাদেশের অভ্যন্তরে বাঘা থানার হরিরামপুর হতে মালিকবিহীন ২ বস্তা (৩৪৮ বোতল) ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় বাঘা থানায় জমা করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে