শিবগঞ্জে ৫ জন গুড় প্রস্তুতকারীকে অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর গুড় প্রস্তুত করায় পাঁচজনকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।
এর আগে রোববার বিকেলে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে- শিবগঞ্জ-ধাইনগর সড়কের পিঠালীতলা এলাকায় কয়েকজন কয়েকজন অসাধু ব্যবসায়ী ক্ষতিকর ও অস্বাস্থ্যকর গুড় প্রস্তুত করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক পাঁচজন গুড় প্রস্তুতকারীকে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা ও মিঠুপুর জগন্নাথপুর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান জানান, গুড় প্রস্তুতকারীরা গুড়ের সাথে ক্ষতিকর হাইড্রোজ ও কাপড়ে ব্যবহার করার রঙ ব্যবহার করছিলেন। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ জনগণকে গুড়ের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে ক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।