গুরুদাসপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ১২:২৬ অপরাহ্ণ |
গুরুদাসপুরে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় নাটোরের গুরুদাসপুরে একটি বিশাল আনন্দ মিছিল হয়েছে। গত রোববার হাইকোর্টের রায়ে তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেয়ার খবর ছড়িয়ে পড়ে।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল সরকারের নেতৃত্বে চাঁচকৈড় রসুন হাটা থেকে ঢাকধোল নিয়ে একটি বিশাল র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় আমজাদ শেখ সৃতী গেটের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দুলাল সরকার, গুরুদাসপুর উপজেলা যুবদলের আহব্বায়ক এম সময় হাসান, পৌর বিএন’পির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় গুরুদাসপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল সরকার বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। সেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনও ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে