শতফুল বাংলাদেশের কৃষি ইউনিটের আওতায় বাজার সংযোগ কর্মশালা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ৫:১২ অপরাহ্ণ |
শতফুল বাংলাদেশের কৃষি ইউনিটের আওতায় বাজার সংযোগ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শতফুল বাংলাদেশে কৃষি ইউনিটের আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে সমন্বিত কৃষি ইউনিট পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন শতফুল বাংলাদেশ।

শতফুল বাংলাদেশ এর মৎস্য কর্মকর্তা রনি হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, শতফুল বাংলাদেশ এর ট্রেনিং ফ্যাসিলিটেটর চম্পা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা মুফাসিরুল করিম।

শতফুল বাংলাদেশ এর এভিসিএফ, আরএমটিপি সান্নান আলী, এলইএএফ শাহজাহান আনী প্রমুখ। অনুষ্ঠানে ২৫ জন মৎস্য চাষী ও আড়ৎদার, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশ গ্রহণ করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে