নওহাটায় বিএনপির সমাবেশ সফল করতে মোহনপুরের র‍্যালি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
নওহাটায় বিএনপির সমাবেশ সফল করতে মোহনপুরের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রুপরেখার জনগণকে অবহিত করার লক্ষ্যে পবার নওহাটা থানা মোড়ে যোগ দেন মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নওহাটা পশুহাট সংগ্লন্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে র‍্যালি বের করে এ সমাবেশে যোগ দেন তারা।

সমাবেশে বিএনপির ৩১ দফা উল্লেখ্য করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাম্পাদক রায়হানুল আলম রায়হান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও কেশরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কামরুজ্জামান হেনা, রাজশাহী জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এনামুল হক, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন শাহ্, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, মৌগাছি ইউপির প্যানেল চেয়ারম্যান মেজর বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল, বিএনপি নেতা সিরাজুল, বাকশিমইল ইউনিয়ন বিএনপিন সাবেক সাধারণ সম্পাদক আকরাম খাঁ, কেশরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ রানা, হান্নান, ধুরইল ইউনিয়ন বিএনপির নেতা মাদ্রাসার সুপার সাইফুল, বিএনপি নেতা নাজমুল, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক মেম্বার জনাব আলী, রায়ঘাটি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, বিএনপি নেতা মিঠু মাস্টার, উপজেলা ছাত্রদল নেতা সজিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে