পুঠিয়ায় সড়ক দু’র্ঘটনায় নি’হত ১

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ১১:৫২ পূর্বাহ্ণ |
পুঠিয়ায় সড়ক দু’র্ঘটনায় নি’হত ১

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানের যাত্রী একজন নারী নিহত ও ভ্যান চালক আহতের ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার বাচ্চুর স্ত্রী।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, চাঁপাই থেকে ছেড়ে আসা যশোরগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) দ্রুতগামী যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮ টার দিকে পুঠিয়ার গোপালহাটি এলাকায় পৌঁছে পুঠিয়া বাজারে যাওয়া একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার ধারে আম গাছের সাথে বাসটি আটকে যায়। এতে ভ্যানের যাত্রী মাজেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, নিহত মাজেদাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার আত্মীয়-স্বজন আসলে আবেদনের মাধ্যমে কি করা হবে সেটা দেখা হবে। বাসটি ঘটনাস্থলে আছে। ডাইভার ও হেলপার পালিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে