বাংলাদেশের জয়ের পরদিন সুখবর দিলেন মোস্তাফিজ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ৩:৪৯ অপরাহ্ণ |
খবর > খেলা
বাংলাদেশের জয়ের পরদিন সুখবর দিলেন মোস্তাফিজ

পদ্মাটাইমস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই মোস্তাফিজুর রহমান। পারিবারিক কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন কাটার মাস্টার। মূলত সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট হারানোর পরদিন সুখবর দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন তিনি।

বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই সুখবর দিয়েছেন মোস্তাফিজ। তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছেন। তাদের জন্য দোয়া করবেন।’

সন্তানের জন্মের সময় স্ত্রী ও নবজাতকের পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন না মোস্তাফিজ। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে ছিলেন না তিনি।

বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিলেন বাংলাদেশের এই পেসার। ২০১৯ সালের মার্চে সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোস্তাফিজ। মোস্তাফিজের স্ত্রী তার মেজ মামা রওনাকুল ইসলামের মেয়ে। মোস্তাফিজের স্ত্রী শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে