এনায়েতপুরে নদী পাড়ের ২০০ দরিদ্র পরিবার পেল কম্বল
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ৫:৫০ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী এনায়েতপুরে নদী ভাঙ্গন কবলিত ব্রাক্ষণগ্রামে এই অঞ্চলের অসহায় দুস্থ ২শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে আজমীর রোকেয়া রহমান ট্রাষ্টের অর্থায়ন ও ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের এ সহায়তা প্রদান করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের সদস্যরা।
শীতবস্ত্র এ কম্বল বিতরণকালে ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুর রশিদ প্রামানিক উপস্থিত ছিলেন। পরে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এবার শীতে প্রথমবারের মতো এই এলাকার হতদরিদ্র মানুষেরা কম্বল সহযোগিতা পেয়ে সহায়তা প্রদানকারী সংগঠনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।