রাণীনগরে কৃষি ঋণ মেলার সমাপনি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ৫:৫৯ অপরাহ্ণ |
রাণীনগরে কৃষি ঋণ মেলার সমাপনি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত দুই দিনের কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সহজ শর্তে কৃষি ঋণ, বদলে যাবে সবার দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আবুল কাশেম, সোনালী ব্যাংক পি এল সি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডিজিএম ওলিউজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয় নওগাঁর ডিজিএম রুহুল আমীন ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান, কর্মচারী, গনমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি উপজেলা বাসস্ট্যান্ডের গোলচত্বরে চালু করা ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম পরিদর্শন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে