সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ৬:২১ অপরাহ্ণ |
সুজানগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার নায়েবে আমীর ফারুক-ই আযমের নেতৃত্বে পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন এবং তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম, জেলা জামায়াত নেতা আসাদুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর পৌর শাখার সভাপতি শহিদুর রহমানসহ অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার রাতে আগুনে ওই মার্কেটের ০৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে সুজানগর পৌর বাজারের হেলাল হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়।

মার্কেটের জনাব আলীর ডিজেল,পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । আগুন একে একে ওই মার্কেটের ০৮ টি দোকানে ছড়িয়ে পড়ে। জনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী শাহীনুর রহমান রেন্টুর সেনেটারীর দোকান, মতিউর রহমান সোনাই এর হার্ডওয়ারের দোকান, আসলামের স্টিলের ফার্নিচারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, ফজলুর রংয়ের দোকান, সন্টুর ওয়ার্কশপ ও সাগর হোসেনের পাইপ ও সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় সম্রাটের বোরাক হাউজের দোকানের মালামাল অগ্নিকান্ড থেকে রক্ষার জন্য নিরাপদ দূরতে সরানোর কথা বলে প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় অনেকে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সম্্রাট। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এ দিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ,থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন। এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে