বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা হচ্ছে

পদ্মাটাইমস ডেস্ক : বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা হচ্ছে। বুধবার সচিব কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন জানান, সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা হচ্ছে। প্রজ্ঞাপন জারি হবে শিগগিরই। আজ সচিব কমিটি এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রস্তাবে বলা হয়েছিল, বিসিএসের আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে