আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সুজানগরে মশাল মিছিল
এম এ আলিম রিপন, সুজানগর : ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদে পাবনার সুজানগরের নাজিরগঞ্জে ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ ও সন্ধ্যায় মশাল মিছিল করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ প্রতিবাদ সভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা জানান, ভারতের কিছু মদদপুষ্ট সন্ত্রাসী বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। ভারত বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধানোর গুজব ছড়াচ্ছে। বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ নেই। এখানে তারা সবায় মিলেমিশে বাস করছেন। আর কোনো ভারতীয় আগ্রাসন চলবে না।
ভারতের দালালদের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে তারা জানান, ভারতের দালালি বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না। দেশের দূতাবাসে উগ্র ভারতীয়রা হামলা করেছে। বাংলাদেশের পতাকাকে তারা পদদলিত করেছে। ভারতীয় মিডিয়া ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। বলে দিতে চাই, আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে আপসহীন। ঐক্যবদ্ধভাবে দাঁতভাঙা জবাব দেব। ভারত আমাদের শান্তিপূর্ণ অবস্থান নষ্ট করতে পারবে না।
আমরা বলে দিতে চাই, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক সমতার নীতির ভিত্তিতে থাকবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দল-মত-ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে এক হতে এক মুহূর্ত দেরি করব না। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের কোনো অঞ্চলে অন্যায়ভাবে হামলা হলে বাংলার জনগণ তা সহ্য করবে না বলেও জানান বক্তারা।