রাজশাহী কলেজের ক্লাব অব ইকনোমিকসের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : ‘সর্বোচ্চ কল্যান সাধন এবং সীমিত সম্পদের সেতুবন্ধন-ই অর্থনীতির নিরন্তর প্রয়াস’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের ‘ক্লাব অব ইকনোমিকস’ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় ‘ক্লাব অব ইকনোমিকস’ এর ২০২০ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
মাস্টার্সের শিক্ষার্থী সানোয়ার হোসেন সভাপতি এবং অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী শামিউল ইসলাম সজিব সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াসীম মেজবাহুল হক এর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষিত হয়।
কমিটিতে সহ-সভাপতি শাম্মি আক্তার শোভা (অর্নাস) ও মেহেরোনেসা নিপা (অনার্স), দপ্তর সম্পাদক সুমাইয়া ইয়াসমিন লিমা (অনার্স), সাংগঠনিক সম্পাদক পারভেজ পিয়াস (অনার্স)। কমিটির ছয়জন নির্বাহী সদস্যরা হলেন, নুসরাত (অনার্স), দেবাশীষ সিংঘ(অনার্স), নূরে আলম প্রান্ত (অনার্স), সৌরভ (অনার্স), জান্নাতুন ফেরদৌস মুন (অনার্স)। এছাড়া কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমান এবং প্রভাষক মোঃ আলহাজ উদ্দীনকে ক্লাবের দ্বায়িত্ব প্রাপ্ত শিক্ষক হিসেবে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য এ বছরই পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করে ক্লাব অব ইকনোমিকস। এর আগে মাস্টার্সের ফেরদৌস আরা নাইস সভাপতি করে ১৪ সদস্যের একটি পূর্নাঙ্গ কমিটি দীর্ঘ ১ বছর ক্লাবটি তাদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিগত বছরে কমিটির মাধ্যমে আলোকচিত্র ও উক্তি প্রদর্শনী, দেয়ালিকা প্রকাশ, বাংলাদেশের অর্জন শীর্ষক পোস্টার প্রদর্শনী, কুইজ, বাংলা বানান প্রতিযোগিতা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে ক্লাবটি। এছাড়া ২০১৮ সালের ২ ডিসেম্বর বিস্তৃত পরিসরে ২য় দ্বি-বার্ষিক অর্থনীতি বিভাগ দিবস সফলভাবে সম্পন্ন করে ক্লাব অব ইকনোমিকস।