চিকিৎসকদের শত কোটি টাকা সহায়তা দেবে জিপি
প্রকাশিত: মে ৮, ২০২০; সময়: ৫:১৪ অপরাহ্ণ |
খবর > তথ্য-প্রযুক্তি / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : করোনাকালে চিকিৎসকদের জন্য এক টাকায় মাসিক এক গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ অফারসহ একশ’ কোটি টাকার সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে গ্রামীণফোন।
শুক্রবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। তিনি জানান, আগামী ছয় মাস ২৫ হাজার চিকিৎসক এক টাকায় এক গিগাবাইট ইন্টারনেট পাবেন।
এছাড়া, গ্রাহকরা প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যেকোনো অপারেটরে ৪৮ পয়সা মিনিট কথা বলার সুযোগ পাবেন। একইসাথে এক কোটি গ্রাহকের মাঝে বিতরণ করা হবে ১০ কোটি ফ্রি মিনিট। এছাড়া মাইজিপি অ্যাপে সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ কিনলে শতভাগ বোনাস দেয়ার ঘোষণাও দেন ইয়াসির আজমান।