ধামইরহাটে কর্মজীবি ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্পে সেবা পেল ৪ শতাধিক মা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০; সময়: ৯:২৭ অপরাহ্ণ |
ধামইরহাটে কর্মজীবি ল্যাকটেটিং মাদার হেলথ ক্যাম্পে সেবা পেল ৪ শতাধিক মা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ২০১৯-২০ অর্থ বছরের কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তার তহবিল কর্মসূচির আওতায় উপকার ভোগীদের স্বাস্ত্য সেবা জোরদার করার লক্ষে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে হেলথ ক্যাম্পে ৪ শত ৫০ জন উপকারভোগী মা’য়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, সাবান, খাবার সেলাইন ও পুষ্টিকর খাবার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহেল বাকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, অনুষ্ঠানের সঞ্চালক ট্রেড ইন্সট্রাক্টর আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে