সাবেক প্রতিমন্ত্রী ও আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
সাবেক প্রতিমন্ত্রী ও আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন

পদ্মাটাইমস ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও চারবারের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন জাহাঙ্গীর হোসাইন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সালে শেখ হাসিনার মন্ত্রিসভার পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আ খ ম জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে