যুক্তরাজ্যে ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে, বিধিনিষেধ বহাল

প্রকাশিত: জুন ১৫, ২০২১; সময়: ১২:৫৬ অপরাহ্ণ |
যুক্তরাজ্যে ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে, বিধিনিষেধ বহাল

পদ্মাটাইস ডেস্ক : যুক্তরাজ্যের ইংল্যান্ডের লকডাউনের শেষ ধাপের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছে সরকার। ২১ জুনের পর সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা। কিন্তু দেশটিতে করোনাভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধের মেয়াদ আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিধিনিষেধ প্রত্যাহার না করে উল্টো সতর্ক করেছে সরকার। তারা বলেছে, এই ভেরিয়েন্টের সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তবে হাজারো মানুষ মারা যেতে পারে।

২১ জুন লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রত্যাশা করেছিলেন, এদিন সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া সম্ভব হবে। এর ফলে পানশালা, রেস্তোরাঁ এবং আপ্যায়নের অন্যান্য ভেন্যু খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ার সরকার এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল। বরিস জনসন বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার ধারণা, এটাই সঠিক হবে, আর অল্প কিছুদিন অপেক্ষা করা।’

বরিস আরও বলেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, হাতে থাকা নথিপত্রে যা দেখতে পাচ্ছি, তাতে আমি আত্মবিশ্বাসী যে এরপর আমাদের আর চার সপ্তাহ অপেক্ষা করতে হবে না।’ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিধিনিষেধ বাড়িয়ে যে সময় পাওয়া যাবে, সেই সময়ে টিকাদান কর্মসূচির গতি বাড়ানো হবে। করোনা পরিস্থিতি কী হয়, তা পর্যালোচনা করা হবে ২৮ জুন। এদিকে যুক্তরাজ্যে ডেলটা ভেরিয়েন্ট ছড়ানোর ক্ষেত্রে সরকারকে দায়ী করেছে বিরোধী দল লেবার পার্টি।

তবে সরকারের এ সিদ্ধান্তের ফলে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথির সংখ্যা নিয়ন্ত্রিত রাখার যে বিধি ছিল, তা উঠে যাচ্ছে। অবশ্য বিয়ের অনুষ্ঠানস্থলে সব বিধিনিষেধ মেনে চলার বিষয় জারি থাকছে। এ ছাড়া যাঁরা কেয়ার হোমে থাকেন, বাইরে থেকে ঘুরে এলে তাঁদের আইসোলেশনে থাকার যে বিধান ছিল, তা তুলে দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে