মাত্র দুটি উপাদানে বাড়িতে তৈরি করুন ‘প্রাকৃতিক শ্যাম্পু’

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
মাত্র দুটি উপাদানে বাড়িতে তৈরি করুন ‘প্রাকৃতিক শ্যাম্পু’

পদ্মাটাইমস ডেস্ক : ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি শ্যাম্পু চুলের যত্নে ক্ষতিকর। যদি চুলের সুরক্ষায় প্রাকৃতিক কোনো উপাদান ব্যবহার করতে চান তবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ‘প্রাকৃতিক শ্যাম্পু’।

‘প্রাকৃতিক শ্যাম্পু’ তৈরি করতে মাত্র দুটি উপাদানের প্রয়োজন। একটি চাল আর অন্যটি রিঠা।

কীভাবে তৈরি করবেন?

১। ‘প্রাকৃতিক শ্যাম্পু’ তৈরি করতে প্রথমে এক কাপ চাল এক পানি দিয়ে ধুয়ে নিন।
২। এরপর চাল ধোয়া পানি একটি পাত্রে নিয়ে তাতে ৪টি রিঠা ভিজিয়ে রাখুন।
৩। সারা রাত রিঠা ভিজিয়ে রাখার পর চাল ধোয়া পানিতেই নরম রিঠা হাতের আঙুল দিয়ে গুলিয়ে ব্লেন্ড করে নিন। এতে করে দেখবেন, পানিতে সামান্য ফেনা তৈরি হচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল ‘প্রাকৃতিক শ্যাম্পু’।

কীভাবে ব্যবহার করবেন?

১। প্রথমে চুল ভিজিয়ে নিন।
২। এবার ‘প্রাকৃতিক শ্যাম্পু’ নিয়ে প্রথমে তালুতে মালিশ করুন। এরপর পুরো চুলে ব্যবহার করুন। দেখবেন, মাথায় ফেনা তৈরি হচ্ছে।
৩। ছোট হেয়ার ব্রাশ শ্যাম্পুতে ভিজিয়ে মাথার তালুতে আলতো করে ঘষুন। এতে মাথার স্ক্যাল্পে জমে থাকা মরা কোষ দূর হবে।
৪। পুরো চুলে ও মাথার ত্বকে ‘প্রাকৃতিক শ্যাম্পু’ ব্যবহার হয়ে গেলে ২ মিনিট অপেক্ষা করুন। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
৫। সপ্তাহে অন্তত দুই দিন চুলে এ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

উপকারিতা-

‘প্রাকৃতিক শ্যাম্পু’ চুল ও মাথার স্ক্যাল্পে ব্যবহারের অসংখ্য উপকারিতা রয়েছে। যেমন-
১। চাল ধোয়া পানিতে অ্যামিনো অ্যাসিড থাকে। যা চুলের ঘনত্ব বাড়ায়।
২। এ শ্যাম্পু চুলের আগা বা ডগা ফেটে যাওয়ার প্রবণতা কমাতে পারে।
৩। মাথার ত্বক শুষ্ক হয় না।
৪। খুশকি, ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ থেকে দূরে থাকা যায়।
৫। চুলের জেল্লা বাড়ে। নিষ্প্রাণ চুল হয়ে ওঠে স্বাস্থোজ্জ্বল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে