ইমু চ্যাট নিয়ে সাইবার সিকিউরিটি ইউনিটের সতর্কবার্তা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০; সময়: ৬:৪১ অপরাহ্ণ |
ইমু চ্যাট নিয়ে সাইবার সিকিউরিটি ইউনিটের সতর্কবার্তা

পদ্মাটাইমস ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে চ্যাট নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিট  বুধবার (২৬ ফেব্রুয়ারি) একটি সতর্কবার্তা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের ভেরিফাইড পেইজে সংস্থাটির অ্যাডিশনাল ডেপুটি কমিশনার নাজমুল ইসলাম এ সতর্কবর্তাটি প্রদান করেন।

ভিডিওটিতে বলা হয়, বেশি কিছুদিন ধরে ইমু একাউন্ট নিয়ে অভিযোগ পাচ্ছি। ইমু একাউন্ট অন্যান্য চ্যাট ইঞ্জিনগুলোর মতো নয়। একটা ইমু একাউন্ট কয়েকটা মোবাইল সেটে একসাথে চলতে পারে। সেক্ষেত্রে, কোনভাব দুষ্টু লোকগুলো আপনার ইমু একাউন্টের কোড পেয়ে যায়, তাহলে সে এই একাউন্টটা অন্য কোন ডিভাইস থেকে খুলতে পারবে। আপনার হয়েই সে চ্যাট পড়তে পারবে বা চ্যাট করতেও পারবে। এখন এক ধরনের হ্যাকার রয়েছে ইমু একাউন্টের, আপনার কোন আত্নীয়ের একাউন্ট হ্যাক করে, আপনাকে নখ করে বলবে, যে আপনার একাউন্টে একটা কোড গিয়েছে কোডটা দিন।

আপনি যদি কোডটা দিয়ে দেন, তাহলে সে আপনার একাউন্ট কন্ট্রোলে নিতে পারবে। এভাবে সে চেইন আকারে কন্ট্রোলে নিতে পারবে। তাই কেউ যদি আপনার ইমু একাউন্টে কোড এসেছে বলে ফোন দেয়, এই কোডটি আপনি তাকে দিবেন না।

তাই আমি সতর্ক করবো, আপনারা হোওয়াটস্আপ, ভাইবার, টেলিগ্রাম ব্যবহার করুন। ইমু থেকে দূরে থাকুন। ইমু চ্যাট এ দূর্বলতা আছে। এটি হ্যাকড হয়ে গেলে ফিরে পাওয়া মুশকিল। এতে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।

https://www.facebook.com/GotoNajmulSumon/videos/610384189781881/

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে