আরএমপি উপ-পুলিশ কমিশনার জয়নুলের কবিতায় করোনা

প্রকাশিত: ১৩-০৪-২০২০, সময়: ০১:১৪ |
Share This

নিরব মানবতা নিরব প্রভুর মহিমা
অস্থির যাতনা সংসদ ঘরে ঘরে,
মৃত্যুদূত খুজে চলছে
করোনার বাসা আছে কোন দুয়ারে।

কষ্টের নদী নিত্য মিলছে মৃত্যুসাগরে
মানুষ খুজছে প্রতিষেধক শীতলপাহাড়ে।
হামাগুড়িতে চলছে সভ্যতা
ধর্ম বন্দি নশ্বর ঘরে ঘরে।

অবসরে মানুষ নিশ্বাসে বিশ্বাস নেই
সঙ্গনিরোধের যাতনা মনে কোন সুখ নেই।
শ্রমজীবী পেশা আছে কাজ নেই
তবু বেঁচে থাকার আশাতে ঘাটতি নেই।

জয়ী হবেই বিজ্ঞান মানবতার বিশ্বাস
সভ্যতার হিউমার মানুষ জয়ী দাবানল।
কালের পাত্রে নর নারী করে চির উল্লাস
যুদ্ধশেষে প্রমাণ হবেই মানুষে প্রভু জ্ঞান।

লেখক :-
জয়নুল আবেদীন
উপ-পুলিশ কমিশনার
মতিহার বিভাগ
আরএমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে