পেটুক কবি

প্রকাশিত: ১৩-০৪-২০২০, সময়: ২১:৫৩ |
Share This

যে যাহা বিশ্বাস করে,
তাই সত্য তাহার কাছে।
প্রকৃত সত্য বিশ্বাস বা অবিশ্বাসে,
হয় কি পরিবর্তন?

হরেক নামে মানুষ স্বরণ করে,
প্রভু তোমাকে।
সত্যের সন্ধানে মানুষ খোজে,
সৃষ্টিপ্রভু তোমাকে?

আমার আমি নিত্য ক্ষয়ে,
প্রভু খুজি তোমাকে।
তোমার অনুভূতি ছাড়া,
হয় কি বন্দেগী?

কোথায় কবে কখন?
মানুষ হবো আমি?
করোনার যাতনাই,
অস্থির বিশ্বাস সে কি?

ফালতু কবি খাবার দেয় না,
বড় ফুটানি!
মানুষ লোভী জগতে,
তাই এতো অভাবী!

ফকির কবি জ্ঞান নেই ঘটে,
দানশীল বটে খাবার নেই বাটে!
হাটে বাজারে দানের বড়াই
না খেয়ে কবি ভিক্ষা কুড়ায়!

কিছুখাবার ছড়িয়ে দাও
রাস্তা ঘাটে,
পেটুক কবি খেয়ে যাক
ভিক্ষুক বেশভূষে।

লেখক:-
জয়নুল আবেদিন রাজু
উপ পুলিশ কমিশনার (মতিহার জোন)
আরএমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে