নিজের সুরক্ষায় বিশেষ সতর্কতা থাকুন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০; সময়: ১:০৩ অপরাহ্ণ |
নিজের সুরক্ষায় বিশেষ সতর্কতা থাকুন : প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : করোনা সতর্কতায় এপ্রিল মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। সবাইকে এ সময় নিজের সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। সোমবার সকালে ঢাকা বিভাগের চারটি জেলা ও ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তবে সঠিকভাবে ফসল ঘরে তোলা গেলে দুর্ভিক্ষে পড়বে না দেশ। অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়েছেন। তারা চাইলে ধান কাটার কাজে যোগ দিতে পারে। এ সময় তাদের যাতায়াতের ব্যবস্থা করতে দায়িত্বশীলদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য যেসব সুরক্ষা সামগ্রী আছে সেগুলো তারাই ব্যবহার করবে। বাকিরা অন্য পন্থায় নিজেদের সুরক্ষিত রাখবেন। ঝুঁকি নিয়ে কাজ করায় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবিলা করতে হয়। সেই মোকাবিলা করবার জন্য যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি।

তিনি বলেন, শুধু জনগণের সহযোগিতা চাই এই জন্য যে, এই রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে। সেদিকে সবাইকে সচেতন থাকা। এটা একান্তভাবে অপরিহার্য। সবাইকে আবারো বলবো, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব নির্দেশিকা যাচ্ছে, সেগুলো যথাযথভাবে মেনে চলবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা সচিবরা রয়েছেন, যেহেতু এখন মন্ত্রণালয়ের কাজগুলো অনেকটা সীমিত হয়ে গেছে, আমি একেকটা জেলায় একেকটা সচিবকে দায়িত্ব দিয়েছি। ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি না, তারা সেসব জেলার খোঁজ-খবর নেবেন এবং সেই রিপোর্টটা আমাকে দেবেন। সঙ্গে সঙ্গে আমাদের যারা দলীয় লোকজন আছেন, তাদেরকে আমার নির্দেশ দেওয়া আছে, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে দেবে। সেখানে সত্যিকার যাদের ত্রাণ পাওয়ার কথা, তারা যাতে পায়, সেই তালিকা করতে তারা সহযোগিতা করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে