রাজশাহীর গ্রামীণ জনপদের ভরসা কমিউনিটি ক্লিনিকই

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২০; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
রাজশাহীর গ্রামীণ জনপদের ভরসা কমিউনিটি ক্লিনিকই

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় যখন নগরের নামি-দামি ক্লিনিকগুলোতে চিকিৎসক সঙ্কট তখন গ্রামীণ জনগোষ্ঠীকে নির্দ্বিধায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলো।

করোনা সচেতনতাসহ রাজশাহীতে কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামের লোকেরা পাচ্ছেন ত্রিশ ধরনের স্বাস্থ্যসেবা। জেলাজুড়ে লকডাউন তাই চিকিৎসার জন্য জনগণের নিকট বাড়ির কাছের কমিউনিটি ক্লিনিকই ভরসাস্থল। সেখানে প্রতিদিন সাড়ে নয় হাজার রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাস নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় সীমিত পরিসরে চলছে বেসরকারি হাসপাতালে কার্যক্রম। আবার লকডাউনের কারণে নগরের সাথে বন্ধ যোগাযোগ। তাই সে পথে না হেঁটে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছেন ষাটোর্দ্ধ জলবানু বিবি।

রাজশাহীর জগিরপাড়া পবা জলবানু বিবি বলেন,আমাদের অসুখে আমরা ডাক্তারের কাছে যেতে পারছি না। এখানেই ওষুধ পাচ্ছি।

এমন ভরসায়, স্বাস্থ্য সেবা পেতে জেলার প্রায় আড়াইশো কমিউনিটি ক্লিনিকে আসছেন গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষ। সেখানে জ্বর, সর্দি, কাশির পাশাপাশি মাতৃকালীন স্বাস্থ্য পরীক্ষা ও সকল প্রকার রোগের প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন তারা।

নিজেদের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ থাকলেও দেশের সংকটময় মুহুর্তে মানুষের সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা।

জেলা সিভিল সার্জন বলছেন, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি করোনা সচেতনতায় বিশেষ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক।

রাজশাহী সিভিল সার্জন ডা. মুহা. এনামুল হক বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যারা আসছে তাদের কোয়ারেন্টাইনে রাখার কথা জানাচ্ছি।

জেলা সিভিল সার্জন ও সিএইচসিপি অ্যাসোসিয়েশনের তথ্য মতে, কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিন সাড়ে নয় হাজার রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে