রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ৯ হাজার ছড়াল

প্রকাশিত: জুলাই ১৫, ২০২০; সময়: ১:৩৯ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ৯ হাজার ছড়াল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরে এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। এদিন বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৪ জন।

বুধবার সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৯৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১১৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৩৫৪৭ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৭ জন, জয়পুরহাটে ৪৭ জন, বগুড়ায় ৭০ জন, সিরাজগঞ্জে ৩৭ জন ও পাবনায় ১৫ জন।।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৮৭৮ জন। এছাড়াও রাজশাহী জেলায় ১৮৬১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জন, নওগাঁয় ৬৯৬ জন, নাটোরে ৩০৫ জন, জয়পুরহাটে ৫৯৭ জন, সিরাজগঞ্জে ৯১৯ জন ও পাবনায় ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১১৮ জন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় ১১ জন, নাটোরে একজন, বগুড়ায় ৭৩ জন, সিরাজগঞ্জে নয়জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ৪৪ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হয়েছেন ৩৫৪৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৩৫৬, চাঁপাইনবাবগঞ্জে ৯৩ জন, নওগাঁয় ৫১৩ জন, নাটোরে ১০১ জন, জয়পুরহাট ১৮২ জন, বগুড়ায় ১৯০৩ জন, সিরাজগঞ্জ ১৫৬ জন ও পাবনায় ২৪৩ জন।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

  • 104
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে