রাজশাহীতে দাম কমায় বিপাকে সবজি চাষিরা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২০; সময়: ২:৩৬ অপরাহ্ণ |
রাজশাহীতে দাম কমায় বিপাকে সবজি চাষিরা

নিজস্ব প্রতিবেদক : সরবরাহ বাড়ায় রাজশাহীতে পাইকারি বাজারে কমেছে অধিকাংশ সবজির দাম। দাম কমায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। এ বিষয়ে কৃষি বিভাগকে সবজির সংরক্ষণ অথবা রপ্তানি ব্যবস্থায় উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের।

থরে থরে সাজানো মুলা, ফুলকপি, লাউ, মিষ্টিকুমড়া হরেক জাতের সবজি। ভোরের কুয়াশা উপেক্ষা করেই জমে উঠে রাজশাহীর অন্যতম সবজির পাইকারি বাজার খড়খড়ি হাট। শীতের সবজির ভরা মৌসুম তাই বাজারে সরবরাহ ব্যাপক।

কিন্তু পরিপুষ্ট সবজিতে প্রাণ জুড়ালেও স্বস্তি নেই কৃষকের। বাজারে নতুন আলু, সিম, পটলের খানিকটা দাম পেলেও, অধিকাংশ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫ থেকে ২০ টাকা দরে। কাঙ্খিত দাম না পেয়ে হতাশ কৃষক। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সকল হাটবাজারে সবজির সরবরাহ বেড়েছে দ্বিগুণ, তাতেই দাম কমেছে বলছেন ক্রেতারা।

সবজির উৎপাদনের তুলনায় ভোক্তা কম হওয়ায় প্রতিবছর কমছে সবজির দাম, তাতে স্থানীয়ভাবে সবজি সংরক্ষণের জন্য কৃষি বিভাগকে উদ্যোগী হওয়ার আহ্বান ইজারাদারের। রাজশাহীর খড়খড়ি সবজি হাটে স্থানীয় তিন উপজেলা থেকে আসে সবজির যোগান। ইজারাদার জানান, প্রতি হাটে বিক্রি হয় ৭০ থেকে ৯৫ মেট্রিক টন সবজি।

রাজশাহী খড়খড়ি বাজারে কেজি প্রতি সবজির দাম

বেগুন ১০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা। ফুলকপি- ৮ টাকা যা গত সপ্তাহে ছিল ২৫-৩৫ টাকা, মুলা ৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৩৫ টাকা। সিম ৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। পেঁপে ১০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮-২০ টাকা। মিষ্টিকুমড়া ২৭ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৪-৩৫ টাকা। নতুন আলু ৪৫ টাকা।

শশা ২৬ টাকা যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। পটল ২০ টাকা যা গত সপ্তাহে ছিল ২২ টাকা। বাঁধাকপি ২২ টাকা যা গত সপ্তাহে ছিল ২৮ টাকা। প্রতিটি লাউ ১৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫ টাকা। করলা- ২৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা। কাঁচামরিচ ৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে