নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০; সময়: ১১:২১ অপরাহ্ণ |
নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাজ্যে ‘নতুন’ ধরনের করোনাভাইরাসের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সোমবার ম্যাট হ্যানককের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ‘নতুন’ ধরনের এই করোনায় ভ্যাকসিন কাজ করছে না।

ম্যাট হ্যানকক হাউজ অফ কমন্সে জানান, ‘নতুন’ করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। দক্ষিণ ইংল্যান্ডে এতে এক হাজারেরও বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। অন্তত ৬০টি এলাকায় এসব রোগীরা আক্রান্ত হয়েছেন। গত কয়েকমাসে অন্যান্য দেশেও ভাইরাসের এই রূপের অস্তিত্ব পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের জানান যে এখন এর বিষয়ে ‘পরামর্শ’ দেওয়ার মতো কিছু নেই। এতে আক্রান্তদের লক্ষণ প্রকাশ পাচ্ছে এবং আক্রান্তদের ভ্যাকসিনে কাজ হচ্ছে না। দেশটির সরকার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর এ ঘোষণার পর বুধবার মধ্যরাত থেকে লন্ডন, এসেক্স ও হার্টফোর্ডশায়ারের কিছু অংশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

  • 73
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে