এ সময়ে শ্বাসকষ্টের প্রকোপ কেন বাড়ে, কী করবেন

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২০; সময়: ২:১৫ অপরাহ্ণ |
এ সময়ে শ্বাসকষ্টের প্রকোপ কেন বাড়ে, কী করবেন

পদ্মাটাইমস ডেস্ক : শীতের সময়ে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ে। শ্বাসকষ্ট ফুসফুসজনিত কারণে বা হার্টের সমস্যার কারণেও হয়ে থাকে। এ সময়ে ঠাণ্ডা যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল লাখতে হবে।

শীত এলেই শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে। কারণ এ সময়ে বৃষ্টি না হওয়ার কারণে বাইরে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস বেড়ে যায়। এছাড়া যারা ধূমপান করেন; তাদের এই রোগে আক্রান্ত হওয়া ঝুঁকি বেশি।

শ্বাসকষ্ট কেন হয়

প্রতিদিন গড়ে আমাদের মনের অজান্তে দশ হাজার লিটার শ্বাসের সঙ্গে বাতাস ফুসফুসে নিচ্ছি, আবার ত্যাগ করছি প্রশ্বাসের মাধ্যমে। এই শ্বাসের মাধ্যমে ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস, প্রোটোজোয়া ইত্যাদি আমাদের ফুসফুসে যাচ্ছে।

যে জীবাণুগুলো ফুসফুসে ঢুকছে, ফুসফুস তার রোগ প্রতিরোধী ক্ষমতায় তা ধ্বংস করছে। কোনো কারণে যদি লাংয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, তখনই বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হওয়ার পরে বিভিন্ন উপসর্গ প্রকাশ পায়। তার পরে রোগীরা চিকিৎসকের কাছে আসেন।

ফুসফুসের যেকোনো সমস্যা বা রোগেও শ্বাসকষ্ট হতে পারে। নিউমোনিয়ার প্রধান উপসর্গই শ্বাসকষ্ট। ফুসফুসের যত বেশি অংশ আক্রান্ত হবে, শ্বাসকষ্ট তত প্রকট হবে। এছাড়া ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণেও শ্বাসকষ্ট হয়।

আরও যেসব কারণে শ্বাসকষ্ট হয়

অতিরিক্ত ধূমপান, ধুলা ও ধোঁয়াময় পরিবেশ এবং কোনো কোনো ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে। ক্রনিক ব্রঙ্কাইটিসের সঙ্গে ফুসফুসের হাঁপানির অনেক মিল আছে। যদিও এ দুটি রোগ সম্পূর্ণ ভিন্ন ধরন ও প্রকৃতির। ক্রনিক ব্রঙ্কাইটিসে শ্বাসকষ্ট দিন দিন বাড়তেই থাকে।

কী করবেন

শ্বাসকষ্ট হলে অনেকে মনে করেন হাঁপানি। তবে ধারনা মোটেও ঠিক নয়। নিজে ওষুধ না খেয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শ্বাসকষ্টের কারণ নির্ণয় করে সুনির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। এছাড়া ধূমপান ছাড়ুন, ধুলাবালু ও দূষণ থেকে দূরে থাকুন।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে