চারঘাটে গ্রামীণ নবনির্মিত সড়ক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১; সময়: ৯:৩৩ অপরাহ্ণ |
চারঘাটে গ্রামীণ নবনির্মিত সড়ক উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ নবনির্মিত সড়ক উদ্ভোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় সরদহ ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সরদহ ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও সৈয়দা সামিরা, রাজশাহী নির্বাহী প্রকৌশলী সামিউল হক, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র সাম্ভাব্য প্রাথী একরামূল হক,উপজেলা যুবলীগ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এবং পৌর সভার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ ¯’ানীয় অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের আগে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ নবনির্মিত সড়ক আরডিআরআইডিপি হেমান্ত মোড় থেকে বামনদিঘী মোয়াজ্জেম বাড়ি পর্ষন্ত ৫০০ মিটার, বামনদিঘী থেকে চকঝিকরা উন্নয়ন কাজ ৫০০ মিটার,ঝিকরা চারা বটতলা থেকে বামনদিঘী ৬৮৪ মিটার ও পািিটয়াকান্দি বাজার থেকে খোর্দ্দগোবিন্দপুর চকরপাড়া ৬৪২মিটারসহ প্রায় আড়াই কিলোমিটার সড়ক উদ্ভোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে