রাজশাহী মুসলিম হাইস্কুলের ১৯৭৯/৮০/৮১ ব্যাচের মিলন মেলা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১; সময়: ৯:৪৫ অপরাহ্ণ |
রাজশাহী মুসলিম হাইস্কুলের ১৯৭৯/৮০/৮১ ব্যাচের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মুসলিম হাইস্কুলের ১৯৭৯/৮০/৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থেকে বিকেল পর্যন্ত রাজশাহী নগরীর চৈতির বাগানে মিলন মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী চলে মিলন মেলার আয়োজন। সুদীর্ঘ ৪০ বছর পর আমরা স্কুলের প্রিয় বন্ধুদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে স্কুল জীবনের স্মৃতি নিয়ে একে অপরের সাথে গল্পে মেতে উঠে।

এ সময় সাবেক ছাত্ররা বলেন, মুসলিম হাইস্কুল আমাদের প্রিয় বিদ্যালয়, এর মধ্যে লুকিয়ে আছে আমাদের হাজারো অজানা স্মৃতি, স্মৃতিকথা। স্কুল জীবনের কত বন্ধু, কত দুষ্টমি, কত আড্ডা, কত গল্প, আনন্দ, বেদনা, রাগ-অভিমান দিয়ে জীবনের শ্রেষ্ঠ স্মৃতিময় আমাদের জীবন।

এই মিলন মেলার আয়োজন করার জন্য তারা মশিউর, সওদা,ডালিমসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে। মিলন মেলায় দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে কর্মরত স্কুলের সাবেক ছাত্ররা উপস্থিত হয়েছিল।

তারা আরো জানান, ঐতিহাসিক এ মিলন মেলায় বার বার মনে উদয় হলো আমরা ক্লাসে আছি। মন চায় আবার সেই স্কুলে ফিরে যেতে। শিক্ষকদের শাসন, পড়া না পারলে বেতের বাড়ি, নেইল ডাউন, দুষ্টুমি, স্কুল পালানো, টিফিনের পর পালানো ও সহপাঠীর সঙ্গে খুনশুটি ইত্যাদি নিয়ে আলোচনা হয়। এ সময় বন্ধুরা একে অপরের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।

অনুষ্ঠানের পরিশেষে সিদ্ধানত হয়, ২০২১ সালের পহেলা জানুয়ারী (১-১-২০২১) সহপাটি চৈতির বাগানে( শিলিন্দা) অনুষ্ঠিত হয়৷ সেই লক্ষে মুসলিম হাইস্কুলে আজ শুক্রবার অনুষ্ঠান করা হয়।

এ সময় উপস্থিত স্কুলের সাবেক ছাত্র ডালিম, মশিউর, সুজা, টিপু, আনুয়ার, মুস্তাফিজুর, হাসান, রবিন, সওদা, সাজ্জাদ, টুকু, সারোয়ার, পিটার, করিম, হেলাল, লতিফ, মানিক, মডি, তুলু, তুষার, আসাদ, বিপুল, শ্যামল, আলাল, আকরাম ও পিকুসহ আরো অনেকে।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে