বাগমারায় থানা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
বাগমারায় থানা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী জেলা পুলিশ সুপার এ.বি.এম. মাসুদ হোসেন, বিপিএম এবং সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নির্দেশনায় রাজশাহীর বাগমারা থানা পুলিশের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শীতকালীন পিঠা উৎসবের অংশ হিসেবে বিভিন্ন প্রকারের ব্যতিক্রমী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, তেলের পিঠা, সাতপুতি, বিভিন্ন প্রকার রসপিঠা, চিতাই পিঠা, কুশলী সহ ১০-১২ প্রকারের পিঠা। এছাড়াও খিচুড়ী এবং হাঁসের মাংস’র আয়োজন ছিল। পিঠা উৎসবকে ঘিরে বাগমারা থানায় কর্মরত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। সেই সাথে ইংরেজী বর্ষবরণ উপলক্ষে থানা সহ এর চারপাশ বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে।

এদিকে পিঠা উৎসবে সবার সাথে আনন্দ, উৎসবে নের্তৃত্ব দেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ। এসময় তার সাথে ছিলেন বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম। অনুষ্ঠিত পিঠা উৎসবে বাগমারা থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে