পবায় উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়ন উত্তোলন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
পবায় উপ-নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ফেব্রুয়ারী রাজশাহীর পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন উত্তোলন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা। রোববার বিকালে পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলামের কাছে থেকে তিনি এ মনোনয়ন উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পবা পূর্ব থানা কমিটির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আকবর আলী, হরিয়ান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন কমিটির শহিদুল ইসলাম, বড়গাছি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুংলা, পবা পূর্ব থানা কমিটির সদস্য নওশাদ আলী, রাজু আহমেদ, সোরাফ হোসেন, নওহাটা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।

জানা গেছে, মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ আগামী ৩ ফেব্রুয়ারী, মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারী।

উল্লেখ্য গত ২২ নভেম্বর রোববার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান মারা যান। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। মনসুর রহমানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে