গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে আগুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১; সময়: ১১:১৮ অপরাহ্ণ |
গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে আগুন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের সারাংপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এতে করে অফিস ঘিরে রাখার কাপড় ও নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর গোদাগাড়ী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, নৌকার বিজয় নিশ্চিত দেখে ভোটারদের বিভ্রন্ত করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবে পৌরবাসী।

এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল অভিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ যায়। ঘটনার সঙ্গে জড়িতদেরকে আটক করতে পুলিশ কাজ করছে। নৌকার নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছে আওয়ামী লীগ।

উল্লেখ্য যে, গোদাগাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগের অয়েজউদ্দীন বিশ্বাস (নৌকা প্রতিক) ও বিএনপির গোলাম কিবরিয়া রুলু (ধানের শীষ প্রতিক) এবং জামায়াত সমার্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ড.ওবায়দুল্লাহ (জগ প্রতিক)। এছাড়া আওয়ামী লীগ থেকে বহিস্কৃতি বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বাবু (নারিকেল গাছ প্রতিক নিয়ে প্রতিদ্বিতা করেছে।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে