ধামইরহাটে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: এপ্রিল ২, ২০২১; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
ধামইরহাটে গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রত্যন্ত এলাকার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রাম পর্যায়ে পাকা রাস্তা নির্মানে জন সাধারণ ও রাস্তা সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শিক্ষার্থীরা উপকৃত হবে।

ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র তত্বাবধানে রামরাপুর-নানাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে প্রায় পৌনে ৩ কিলো মিটার পাকা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, উপজেলা আ’লীগ নেতা খাজা ময়েন উদ্দিন, জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুইসার রহমান, সম্পাদ গোলাম কিবরিয়া, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাংসদ শহীদুজ্জামান সরকার বৈদ্যবাটি গুচ্ছগ্রামে আবাসন কেন্দ্র পরিদর্শন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে