গুরুদাসপুরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান লীলা কীর্তন

প্রকাশিত: মে ৪, ২০২৪; সময়: ২:১৪ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান লীলা কীর্তন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে সাহাপুর কালীনগর (বারোয়ারী) কালি মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। প্রতিদিন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।

শুক্রবার (৩ মে) রাত ১১টার দিকে সাহাপুর কালীনগর (বারোয়ারী) কালি মন্দির কমিটির সভাপতি শ্রী উজ্জল দাসের সভাপতিত্বে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি।

মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, বাংলাদেশ পুজা উদযাপন গুরদাসপুর শাখার সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার পাল, সাহাপুর কালীনগর (বারোয়ারী) কালি মন্দির কমিটির সিনিয়ার সহসভাপতি পরিমল কুমার ও সাধারণ সম্পাদক শ্রী সনাতন সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিশিষ্ঠ ক্রিড়াবিদ বাবু পলান কুমার ঘোষ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা যোগ দেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে