শিবগঞ্জে মাস্ক না পরায় জরিমানা দিল ৭০ জন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১; সময়: ৬:৩৪ অপরাহ্ণ |
শিবগঞ্জে মাস্ক না পরায় জরিমানা দিল ৭০ জন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্কের ব্যবহার গুরুত্বপূর্ণ। জনগনকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাস্ক না পরায় গত তিন দিনে ৭০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপি পৌর এলাকার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি।

ভ্রাম্যমান আদালতের এই বিচারক জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করায় টানা তিনদিনে ৭০ জনকে জরিমানা করা হয়। একই সঙ্গে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক পরার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এছাড়াও দোকানপাট ও ব্যবসায়ীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রচারণা অব্যহত রয়েছে।

অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে