মান্দায় দোকান নির্মাণে চাঁদা দাবির অভিযোগ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১; সময়: ৯:০১ অপরাহ্ণ |
মান্দায় দোকান নির্মাণে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দোকানঘর নির্মাণে বাঁধা, প্রাণনাশের হুমকি, মারপিটসহ চাঁদা দাবির অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ি রেজাউল ইসলাম সোমবার দুপুরে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ি রেজাউল ইসলাম উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর গ্রামের মৃত ফজি সরদারের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ি রেজাউল ইসলাম জানান, উপজেলার সতিহাটের শহিদ মিনারের পশ্চিমপাশে ব্যক্তি মালিকানার জমিতে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। বর্তমানে দোকানঘর সম্প্রসারণ করার জন্য আগের ঘরটি ভেঙে ফেলে নতুনভাবে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। কাজ শুরুর পর থেকে গনেশপুর গ্রামের বাবলু দেওয়ানের ছেলে সোহেল ডাক্তার ও মকলেছুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমসহ সংঘবদ্ধ একটি চক্র চাঁদা দাবি করে আসছিল।

তিনি অভিযোগ করে বলেন, সোমবার সকালে একই দাবিতে সোহেল ডাক্তার, জাহাঙ্গীর আলমসহ ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এসময় চক্রটি তাকে প্রাণনাশের হুমকি, মারপিটসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি সোহেল ডাক্তার, জাহাঙ্গীর আলমসহ ১০-১২ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সতিহাটের একাধিক ব্যবসায়ি জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে বাজারের ব্যবসায়িদের নিকট থেকে টাকা আদায় করে আসছিলেন। সরকার দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করলেও এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।

তবে চাঁদা দাবির অভিযোগটি অস্বীকার করেছেন সুমন ডাক্তার ও জাহাঙ্গীর আলম। তারা বলেন, পরিকল্পিতভাবে ফাঁসনোর জন্যই তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে