রাজশাহীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
রাজশাহীতে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তামান্না ইয়াসমিন স্বর্ণা (২২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ এর সদর দফতরের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। মৃত স্বর্ণা আশরাফুল ইসলাম নামের এক র‌্যাব সদস্যের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি ওই কোয়ার্টারেই থাকতেন। নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

র‌্যাব-৫ এর বরাত দিয়ে ওসি আরও জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা। পরে তাকে উদ্ধার করে রাত ২টার দিকে রামেক হাসপাতালে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি এসএম মাসুদ বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • 143
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে