রাজশাহীর অভ্যন্তরিণ রুটে বাস চালানোর ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১; সময়: ১১:২২ অপরাহ্ণ |
রাজশাহীর অভ্যন্তরিণ রুটে বাস চালানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর অভ্যন্তরিণ রুটে বুধবার থেকে বাস চালানোর ঘোষণা দিয়েছে শ্রমিকরা। মঙ্গরবার বিকেলে এই বাস চলাচলের ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করবে বলে জানিয়েছেন বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

রাজশাহী বিভাগের পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, যাত্রীদের সুবিধার্থে বুধবার থেকে রাজশাহী জেলার ৯টি উপজেলার মধ্যে বাস চলাচল করবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাসগুলো চলাচল করবে। করোনা পরিস্থিতির কারণে বাসের অর্ধেক সিটে যাত্রী নেয়া হবে। যেহেতু বাসের নির্ধারিত সিটের অর্ধেক করা হয়েছে তাই ভাড়া দ্বিগুণ করা হয়েছে। ভাড়ার বিষয়ে সরকারি সিদ্ধান্ত রয়েছে।

এর আগে মঙ্গলবার সরকারি এক সিদ্ধান্তে জানানো হয়, সীমিত আকারে সিটি করপোরেশন এলাকায় বাস চলাচল করবে। এই সিটি কর্পোরেশগুলোর মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহ।

  • 392
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে