কওমির ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১; সময়: ১১:৪২ অপরাহ্ণ |
কওমির ছাত্র-শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ

পদ্মাটাইমস ডেস্ক : কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার কওমি মাদরাসার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বোর্ড আল- হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদরাসিন আরাবিয়া এ সিদ্ধান্ত জানায়। পরে এ বিষয়ে পৃথক বিবৃতিও গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতির আগে রাজধানীর যাত্রাবাড়ির জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসায় কওমি বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বৈঠক হয়। এতে সম্প্রতি গ্রেফতার হওয়া ওলামা, ইমাম ও ছাত্রদের মুক্তির দাবিও জানানো হয়।

কওমি মাদরাসা কেন্দ্রিক যাবতীয় সিদ্ধান্ত একমাত্র হাইয়াতুল উলাইয়া নেবে বলেও বেফাকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে বেফাকের অধীনে থাকা ছয়টি সিদ্ধান্তের বাহিরে কাউকে আলাদা সিদ্ধান্ত নিতে পারবে না। বৈঠকে নেয়া এসব সিদ্ধান্ত সরকারের কাছেও পৌঁছাতে চায় বেফাক।

সেজন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হবে। যারা বেফাকের নেয়া এসব সিদ্ধান্ত নিয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, নুরুল ইসলাম, মাহফুজুল হক, আব্দুল কুদ্দুস, আব্দুল হামীদসহ অনেকে।

  • 46
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে